নবায়নযোগ্য জ্বালানি অন্যতম উৎস হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ। এ সেক্টরের উন্নয়নের জন্য বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) কাজ করে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে ৩১.০৮ মেগাওয়াট বিদ্যুৎ বায়োগ্যাস/ বায়োমাস থেকে উৎপাদনে স্রেডা’র উদ্যোগে সরকারী এবং বেসরকারী পর্যায়ে বায়োমাস/বায়োগ্যাস, ডেইরি ও পোলট্রি বর্জ্য, মিউনিসিপালিটি বর্জ্য, কসাইখানার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছে।
দেশের ৬টি মিউনিসিপ্যালিটি-তে ইতোমধ্যে Waste to Energy বিষয়ক সমীক্ষা সম্পন্ন হয়েছে। Potential Site গুলো হলো ময়মনসিংহ, কক্সবাজার, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, দিনাজপুর এবং যশোর।
পৌর বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন স্রেডা’র ভবিষ্যত পরিকল্পনা। ঢাকার কেরানীগঞ্জে ১ মেগাওয়াট পৌরবর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।